‘বিএনপি বিদ্যুতের পরিবর্তে খাম্বা ও লাশ উপহার দিয়েছিল’
৭ জুলাই ২০২২ ১৬:৫৪ | আপডেট: ৭ জুলাই ২০২২ ২২:০০
ঢাকা: বিএনপি তাদের শাসনামলে জনগণকে বিদ্যুতের পরিবর্তে খাম্বা ও পুলিশের গুলিতে লাশ উপহার দিয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্ভুক্ত নবগঠিত ৭৫টি ইউনিট কমিটির পরিচিতি সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্বেই এখন বিদ্যুতের সমস্যা। সবাইকে ধৈর্য ধরে এ সমস্যা মোকাবিলা করতে হবে। বিএনপি নেতারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলেন তখন তাদের শাসনামলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের সেই দুঃসময়ের কথা মনে পড়ে। বিএনপি নেতাদের যদি লজ্জা-শরম থাকতো তাহলে তারা লোডশেডিং নিয়ে কথা বলতো না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনার মতো সৎ ও দক্ষ নেতা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখনো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে ভারসাম্য বজায় রেখেছে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে পরিচিতি সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সারাবাংলা/এনআর/পিটিএম