Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলে গরুবাহী ট্রাকের ধাক্কা, পুলিশ সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২২ ১৬:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আদাবর বেরিবাঁধে গরুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আরোহী এক পুলিশ সদস্য মারা গেছেন। রতন হোসেন (২১) নামের এই পুলিশ সদস্য এসপিবিএন কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আদাবর স্লুইচগেট সংলগ্ন বেরিবাঁধে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রতনের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম নুরুল ইসলাম।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মো. জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রতন হোসেন এসপিবিএন কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি সিভিল ড্রেসে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে স্লুইসগেট সংলগ্ন বেরিবাঁধে গরুবাহী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে লোকজন তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে মারা যান।

ওসি আরও জানান, ঘটনার পরপরই গরুবাহী ট্রাকটি পালিয়ে যায়। তবে ট্রাকটি চিহ্নিত করে আটকের চেষ্টা করা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আদাবর ট্রাক নিহত মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর