পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চাপ নেই
৭ জুলাই ২০২২ ১৫:২৮ | আপডেট: ৭ জুলাই ২০২২ ১৭:৩৪
মুন্সীগঞ্জ: আগামী রোববার (১০ জুলাই) পবিত্র ইদুল আজাহা। তাই প্রিয়জনদের সঙ্গে কোরবানির ইদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ফিরছেন দক্ষিণবঙ্গের মানুষ। তবে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখী যাত্রীদের চাপ দেখা যায়নি। এমনকি টোল প্লাজায়ও যানবাহনের কোনো চাপ নেই।
বৃহস্পতিবার (৭ জুলাই) পদ্মা সেতুর ও এক্সপ্রেসওয়েতে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। অন্য দিনের মতো দুই স্থানেই গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, পদ্মা সেতুতে অন্যান্য দিনের মতো আজও যানবাহনের চাপ স্বাভাবিক। ইদে ঘরমুখী যাত্রীদের সংখ্যা এখনো বেশি হয়নি বলে মনে হয়। অন্যদিকে, ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের যানবাহনের চলাচলও স্বাভাবিক।
এ বিষয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে, কোনো চাপ নেই। অতিরিক্ত কোনো যানবাহন দেখা যাচ্ছে না।
এদিকে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ১৬ হাজার ৭০৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে করে দুই কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকার টোল আদায় হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ জনিয়েছে।
সারাবাংলা/এনএস