ইউক্রেনের যুদ্ধ থামাতে চীনের সহায়তা চায় অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই ২০২২ ০৯:৩০ | আপডেট: ৭ জুলাই ২০২২ ১৩:৫১
৭ জুলাই ২০২২ ০৯:৩০ | আপডেট: ৭ জুলাই ২০২২ ১৩:৫১
ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাশিয়া রাজি করাতে চীনের সহায়তা চেয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। খবর আলজাজিরা।
সিঙ্গাপুরে গতকাল বুধবার (৭ জুলাই) রাতে এক বক্তৃতায় পেনি ওং বলেন, যুদ্ধের অবসান ঘটাতে পুতিনের ওপর শক্তিশালী দেশগুলোর ‘প্রভাব প্রয়োগ করা’ অত্যাবশ্যক।
তিনি আরও বলেন, ‘এর মধ্যে রয়েছে চীন, অনেক বড় শক্তিশালী রাষ্ট্র এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এ ধরনের প্রভাব ব্যবহার করলে আমাদের অঞ্চলে আস্থা তৈরিতে তা অনেক ভূমিকা রাখরে।’
পুরো ইউরোপ ও বিশ্ব এখন ইউক্রেনের ব্যাপারে বেইজিংয়ের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে বলেও উল্লেখ করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।
সারাবাংলা/এনএস