গাবতলীতে ছোট গরু কম, বড় গরু বেশি
৬ জুলাই ২০২২ ২১:৫৬
ঢাকা: ইদের বাকি আর মাত্র দিন কয়েক। এরই মধ্যে রাজধানীর গরুর হাটে আসতে শুরু করেছে গরু। রাজধানীতে ছোট বড় মিলে ১৮টি গরুর হাট বসেছে। হাটে ক্রেতা বিক্রেতাদের মিলনমেলাও শুরু হয়েছে।
বুধবার (৬ জুলাই) বিকেলে গাবতলী গরুর হাটে গিয়ে দেখা গেল হাটে বড় গরুর চেয়ে ছোট গরু কম আবার ছোট গরুর চাহিদাও বেশি হাটটিতে।
গাবতলী হাটে গরু কিনতে এসেছেন মিরপুরের রাসেল আহমেদ। গরু দেখছেন কিন্তু দামে মিলছে না। এমন সময় সারাবাংলাকে তিনি বলেন, ‘দুপুরে এসেছি গরু কিনতে। কিন্তু বাজেটের মধ্যে গরু পাচ্ছি না। আমার বাজেট ১ লাখের মধ্যে কিন্তু যেসব গরু পছন্দ হচ্ছে তার দাম দেড় থেকে ২-৩ লাখ। গাবতলী হাটে যা দেখছি ছোট গরু কম বড় গরু বেশি।’
কুষ্টিয়া থেকে ১১টি গরু নিয়ে গাবতলী হাটে এসেছেন সহিদুর রহমান। নিজের বাড়িতে খামার রয়েছে প্রতি বছর গরু নিয়ে আসেন গাবতলী হাটে। কেমন গরু এনেছেন জানতে চাইলে তিনি সারাবাংলাকে বলেন, ‘এবার সব গরু বড়। ৪ লাখের ওপরে দাম। আমার কাছে থাকা সবচেয়ে বড় গরুর দাম ৯ লাখ টাকা। এখন পর্যন্ত দাম উঠছে সেটির ৬ লাখ।’
তিনি বলেন, ‘হাটে ক্রেতা আসছে দাম করছে গরু দেখছে। কিন্তু ছোট গরু দেখছি সবাই চাইছে। এখন পর্যন্ত ছোট গরু বেশি বিক্রি হচ্ছে।’
পাবনা থেকে ২৪টি গরু এনেছেন নেছার ব্যাপারী। কয়টি গরু বিক্রি হলো জানতে চাইলে বলেন, ‘সব পড়ে আছে। বড় গরু তো। ক্রেতারা আসছে, দাম শুনে, সেলফি তুলে চলে যাচ্ছে। কেনার আগ্রহ খুব কম। তবে হাট তো আজকে শুরু হলো। বাকি তো আরও কয়েকদিন। আশা করি সামনে বেচা বিক্রি ভালোই হবে।’
তবে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘সবাই ছোট আর মাঝারি ধরনের গরু চায়। এখন বড় গরু এনে কি বিপদে পড়লাম নাকি।’
মেহেরপুর থেকে ৫টি অস্ট্রেলিয়ান জাতের গরু নিয়ে এসেছেন আমজাদ আলী। বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে বলেন, ‘পরশু সকালে হাটে আসছি। এখনও একটা গরুও বিক্রি করতে পারিনি। আমার কাছে সবচেয়ে বড় গরুটি যেটি আছে সেটির দাম ১৪ লাখ আর সবচেয়ে ছোট গরুর দাম ৬ লাখ ৫০ হাজার। এখন সবচেয়ে বড় গরুর দাম উঠছে ৮ লাখ। সবাই শুধু দেখে কিন্তু দাম বলে বিক্রির মতো না।’
এদিকে ধানমন্ডি থেকে গরু কিনতে আসেন আসলাম মিয়া। গরু পছন্দ হয়েছে কিনা জানতে চাইলে বলেন, ‘দাম অনেক বেশি। আমাদের পছন্দ মাঝারি গরু। হাটে বড় গরু বেশি। ছোট গরু বলতে একদম নেই। দুই একটা যা দেখি সব লাখ টাকার ওপরে দাম। এখন আরও খুঁজতে হবে নয়ত বেশি দামেই কিনে নিয়ে যেতে।’
এদিকে গাবতলী গরুর হাটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের আনাগোনাও বেড়েছে। তবে শুধু বাড়েনি বেচা বিক্রি।
সারাবাংলা/এসজে/একে