পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ৭৭ জনের মৃত্যু
৬ জুলাই ২০২২ ২১:৪৭ | আপডেট: ৭ জুলাই ২০২২ ০৯:৩৪
পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল বেলুচিস্তানেই মারা গেছেন ৩৯ জন। গত ১৪ জুন থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।
পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শেরি রেহমান বুধবার এক সংবাদ সম্মেলনে বর্তমান এ পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতে নারী, পুরুষ, শিশু ৭৭ জন মারা গেছেন। আমরা দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছি। বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য জাতীয় ও প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কাজ করছে। এটি একটি জাতীয় দুর্যোগ।
চলতি সপ্তাহের শুরু থেকে পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ চলছে। বিশেষ করে বেলুচিস্তানে মুষলধারে বৃষ্টিতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য মতে, ৮ জুলাইয়ের আগে বৃষ্টি থামবে না। এর ফলে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সারাবাংলা/আইই