Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুতে ট্রাকে মোটরসাইকেল পারাপার করায় আটক-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২২ ২১:৩৪

মুন্সীগঞ্জ: পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার করায় ট্রাকের তিন চালককে আটক করেছে পুলিশ। পরে ট্রাফিক পুলিশ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করেছে।

বুধবার (৬ জুলাই) বিকেলে পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায় অভিমুখের সড়ক থেকে তিন ট্রাকচালককে আটক করা হয়। আটক তিন জন হলেন— মামুন, রাজীব হোসেন, মো. আলমগীর।

মাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওয়ালিদ বলেন, আমাদের ট্রাফিক পুলিশ বিকেল থেকে অভিযান শুরু করে। সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা ঝুঁকি নিয়ে ট্রাকে করে মোটরসাইকেল পারাপার করছিলেন। তাই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

সার্জেন্ট ওয়ালিদ আরও বলেন, আটক তিন জনকে যানবাহন ধরন ও ট্রাফিক আইন অনুযায়ী তিন থেকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বা আইন ভঙ্গ করে কোনো যানবাহন যেন চলাচল করতে না পারে, সে বিষয়ে আমাদের তৎপরতা রয়েছে। কাগজপত্রবিহীন আরও একটি ট্রাক জব্দ করে পদ্মা সেতু উত্তর থানায় রাখা হয়েছে।

সারাবাংলা/টিআর

ট্রাকচালক আটক ট্রাকচালককে জরিমানা ট্রাকে মোটরসাইকেল পারাপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর