শহীদ পুলিশদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা
১৬ ডিসেম্বর ২০১৭ ০৯:৩৬ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪৯
সিনিয়র করেসপন্ডেন্ট, সারাবাংলা
মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের আইজিপি একেএম শহীদুল হক।
শনিবার সকাল পৌনে আটটায় রাজারবাগ পুলিশ লাইনসে উপস্থিত হয়ে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময় পুলিশের পক্ষ থেকে শহীদদের উদ্দেশ্যে সসস্ত্র সালাম প্রদর্শন করা হয় এবং বিইউগুলের করুণ সুর বাজানো হয়। প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানান এরপর পুলিশের মহাপরিদর্শক আইজিপি পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান মিয়া এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সারাবাংলা/ইউজে/এমএ