Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২২ ১৫:৪৪

বাগেরহাট: জেলার খুলনা- মাওয়া মহাসড়কের ফকিরহাটের পালেরহাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আবু আহাদ শেখ খুলনা সুন্দরবন কলেজের গনিত বিভাগের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৬ জুলাই) বেলা ১২টায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত আবু আহাদ শেখের পকেটে খুলনা সুন্দরবন কলেজে আহাদ নামে এক শিক্ষার্থীর কার্ড পাওয়া গেছে।

বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, এদিন দুপুর ১২টার দিকে মহাসড়কের ফকিরহাটের পালেরহাটের নামকস্থানে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছেন। নিহত ব্যাক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।

তবে পকেটে পাওয়া একটি কার্ড থেকে ধারণা করা হচ্ছে নিহত যুবক খুলনা সুন্দরবন কলেজের গনিত বিভাগের শিক্ষার্থী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এছাড়া ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল হাসান।

সারাবাংলা/এনএস

বাগেরহাট সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর