রাজধানীতে ভবনের ছাদ থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রি নিহত
৬ জুলাই ২০২২ ১৪:৫৫ | আপডেট: ৬ জুলাই ২০২২ ১৪:৫৮
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের মুন্সিহাটি এলাকায় একটি নির্মানাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত তরুণের নাম ইমন (২০)।
বুধবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে মুন্সিহাটি কসাই গলির রুমানের নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ইমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইমনের মামা জাহাঙ্গীর আলম জানান, তাদের বাড়ি বরিশাল জেলার মুলাদি উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর হাসাননগর আবু সাইদের ভিটা এলাকায় থাকত ইমন। স্যানিটারি মিস্ত্রির কাজ করত। আজ সকালে কসাই গলিতে একটি চারতলা ভবনে কাজ করছিলেন। নাস্তা করে ইমন একাই হেটে চারতলার ছাদে উঠেন। কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যান। তাকে নিচে পড়ে থাকতে দেখে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, আজ সকালে বৃষ্টির কারণে ছাদ ভেজা ছিল। এ কারণে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গেছে ইমন বলে ধারণা তাদের।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনএস