Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেজগাঁওয়ে কাভার্ডভ্যান ধাক্কায় সিএনজি চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২২ ১৩:০০

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকার বিজয় সরণিতে কাভার্ডভ্যান ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। তার নাম ইমরান হোসেন (৩৫)।

বিজয় সরণির লাভ রোডে গতকাল মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাতে দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ইমরানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত ইমরানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। বাবার নাম মফিজ। খিলগাঁও এলাকায় থাকতেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম জানান, রাতে বিজয় সরণির লাভ রোড ওভারব্রিজের ঢালে সিএনজিটিকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় চালক। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান তিনি।

তিনি আরও জানান, সিএনজিতে আর কোনো যাত্রী ছিল না। তবে ঘটনার পরপরই চালকসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

এদিকে, কদমতলীর রায়েরবাগ এলাকায় বাস ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছে। আহতরা হলেন- মো. মামুন (৩২) তার স্ত্রী সুমা বেগম (২৬), চার বছরের মেয়ে জান্নাতী এবং সিএনজি চালক হাবিবুর রহমান (৫৫)।

আহত মামুন জানায়, তাদের বাড়ি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায়। তাদের মেয়ে জান্নাতী অসুস্থ। সকালে জান্নাতীকে নিয়ে সিনজি যোগে মিরপুর ১৪ নম্বর একটি হাসপাতালে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, সকাল ৮টার দিকে রায়েরবাগ ব্রিজের ঢালে আসলে অনাবিল পরিবহনের একটি বাস তাদের সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি থাকা চালকসহ চারজনই আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহতদের মধ্যে শিশুটির অবস্থা গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এনএস

কাভার্ডভ্যান ধাক্কা বিজয় সরণি সিএনজি চালক নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর