Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে আম পাঠালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই ২০২২ ১১:২৮

ঢাকা: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার নিদর্শনস্বরূপ পাক প্রধানমন্ত্রীর কাছে এ আম পাঠালেন তিনি।

দেশটির রাজধানী ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ আম পাঠানো হয়। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে ১০০০ কিলোগ্রাম (কেজি) বাংলাদেশি ‘আম্রপালি’ জাতের আম উপহার হস্তান্তর করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তান অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্কের একটি বিশেষ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/এনএস

আম পাকিস্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহবাজ শরীফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর