Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মাস পর হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ২০:৩৯

দিনাজপুর: দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে দুই মাস বন্ধের পর আবারও জেলার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় খুশি বন্দরের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হয়। প্রথমদিন ভারতীয় ১২ ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

ব্যবসায়ীরা বলেন, গত ২৯ মার্চ আইপি মেয়াদ শেষ হলেও দেশের বাজার স্বাভাবিক রাখতে সরকার ৫ মে পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমতি দেয়। পরে গত ৫ মে পর সরকার দেশের কৃষকের কথা চিন্তা করে নতুন করে আইপি না দেওয়ায় দুই মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকে। দুই মাস বন্ধের পর দেশের বাজার স্বাভাবিক রাখতে আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় সরকার।

ফলে আজ থেকে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানির ফলে বাজারে দাম কমে আসবে বলেও জানান ব্যবসায়ীরা।

সারাবাংলা/এনএস

দিনাজপুর পেঁয়াজ আমদানি হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর