Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাবতলী গরুর হাট মাতাচ্ছে রাজাবাবু-পালোয়ান

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ১৯:৩৬

ঢাকা: ইদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ইতোমধ্যে পশুর হাটে আসতে শুরু করেছে গরু। দামও হাঁকা হচ্ছে বেশ। তবে হাট অনেকটা ক্রেতাশূন্য বলা যায়।

মঙ্গলবার (৫ জুলাই ) বিকেলে গাবতলী গরুর হাটে গিয়ে দেখা গেল বরিশালের রাজাবাবু ও সিঙ্গাইরের পালোয়ান হাট মাতাচ্ছে।

বরিশাল থেকে ৪২ মণ ওজনের রাজাবাবু নিয়ে আসছেন হুমায়ুন কবীর। কত দাম উঠছে জানতে চাইলে সারাবাংলাকে বলেন, ‘দাম চাচ্ছি ২০ লাখ টাকা। তবে এখনো কেউ দাম বলেনি। আজকে সকালে আসছি হাটে। খৈল, ভূসি, ধানের কুড়া, গমের ভূসি, খেসারি, ভট্টা খাওয়ানো হতো রাজাবাবুকে। প্রতিদিন ১৫ কেজি করে খাবার খেত গরুটি। রাজাবাবুকে চার বছর ধরে লালন পালন করেছি।’

এদিকে, সাইদুল এসেছেন সিঙ্গাইর থেকে। ৩০ মণ ওজনের পালোয়ান নিয়ে বিপাকে পড়েছেন তিনি। বিপাকের কারণ কী? জানতে চাইলে তিনি সারাবালাকে বলেন, ‘অনেক মানুষ। গতকাল হাটে আসছি। এখন পর্যন্ত দাম উঠছে ১১ লাখ। গত বছরও হাটে আনছিলাম। দাম ওঠে সাড়ে ৬ লাখ টাকা। তবে এবার বিক্রি করেই যাব। আড়াই বছর ধরে পালন করছি পালোয়ানকে।’

কী কী খাওয়াতেন? জানতে চাইলে বলেন, ‘খৈল, ধানের ভূসি, গমের ভূসি, কাঁচা ঘাস, ভুট্টা, খেসারি। প্রতিদিন ১০ কেজি খাবার খেত এই গরু। গতকাল আসছি হাটে। এখনো হাট জমেনি। ক্রেতা তো একদম নেই। সামনে আশা করি হাট জমবে।’

অপরদিকে, গাবতলী গরুর হাটে ছোট গরু একদম কম। এখন পর্যন্ত যেসব গরু এসেছে প্রায় সবগুলোর দাম ১ লাখ টাকার ওপরে।

গাবতলী গরুর হাটে গরু কিনতে এসেছেন ধানমন্ডির আনসার। সারাবাংলাকে তিনি বলেন, ‘গরুর দাম বেশি বলা হচ্ছে। ছোট গরু নেই। লাখ টাকার ওপরে বেশির ভাগ গরু। সামনের দিনে গরু কিনব। আজ যে দাম তাতে গরু কিনব না।’

বিজ্ঞাপন

গাবতলী হাট এখনো পুরোপুরি জমে ওঠেনি। অধিকাংশ জায়গায় এখনো কাজ চলছে। বাঁশ পোতা হচ্ছে, বিদ্যুতের লাইন টানা হচ্ছে। ইদের আগে হাট পুরোপুরি জমে উঠবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

সারাবাংলা/এসজে/পিটিএম

গাবতলী টপ নিউজ পশুর হাট পালোয়ান রাজাবাবু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর