Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গতদের পুনর্বাসনের কাজ শুরু শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ১৯:১৫ | আপডেট: ৫ জুলাই ২০২২ ১৯:২৭

সুনামগঞ্জ: সিলেট-সুনামগঞ্জ এলাকায় ভয়াবহ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পুনর্বাসনের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, সুনামগঞ্জ সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখলাম। খবর দেখতে দেখতে তড়িৎগতিতে অবনতি হয়েছিল বন্যার। এখন দুর্গতদের ঘরবাড়ি নির্মাণ প্রয়োজন। দুর্গতদের পুনর্বাসনের কাজ শিগগিরই শুরু হবে। নষ্ট হওয়া বইও শিক্ষার্থীরা পাবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভয়াবহ বন্যা পরবর্তী দুর্যোগ মোকাবিলা ও আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এরকম বন্যায় কিছুই থাকে না। এখানেও তাই হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে বন্যা মোকাবিলায় দেশের সকল বাহিনী কাজ করেছে। ত্রাণ সরকার দিচ্ছে। সারাদেশের হৃদয়বান লোকজনরাও আসছেন।  পুনর্বাসনের কাজে যতদিন প্রয়োজন, সেনাবাহিনী থাকবে।

মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন,  প্রধানমন্ত্রী বলেছেন— প্রথমে দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করতে হবে, পরে দ্রুত ক্ষতিগ্রস্ত গৃহ ও সড়ক নির্মাণের কাজ করতে হবে। এখন নিজের ভিটায় যেতে পারছে না হাজারও পরিবার। এসব মানুষদের ছোট ছোট বসতঘর নির্মাণ করে দিতে হবে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, গত ৩০ বছরের নির্মাণ করা গ্রামীণ সড়ক শেষ হয়ে গেছে। এগুলো চলাচলের উপযোগী করতে হবে। সড়ক যেখানে ভেঙেছে সেখানে সড়ক নয়, সেতু হবে। কৃষকদের ত্রাণের প্যাকেটের মতো সার-বীজের প্যাকেট দিতে হবে। সর্বোপরি সরকার, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজের লোকজন সবাই মিলে দুর্যোগ মোকাবিলার টিম হিসেবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

এসময় সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, পৌর মেয়র নাদের বখতসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে দুই মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

সারাবাংলা/টিআর

পরিকল্পনামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর