রংপুরে ট্রাকচাপায় নিহত ২, আহত ৫
৫ জুলাই ২০২২ ১৭:১৩ | আপডেট: ৫ জুলাই ২০২২ ১৮:৩৭
রংপুর: রংপুর নগরীর মাহিগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে সরেয়ারতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অটোরিকশার চালকের নাম রাজা মিয়া। তার বাড়ি পীরগাছা উপজেলার দেবীচৌধুরানী গ্রামে। হতাহত অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।
মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা রংপুর থেকে পীরগাছা উপজেলার দিকে যাচ্ছিল। পথে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচ যাত্রী। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’
ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
সারাবাংলা/পিটিএম