৮ দিন দেশে থেকে ফের ব্যাংকক গেলেন রওশন এরশাদ
৫ জুলাই ২০২২ ১৪:৪২ | আপডেট: ৫ জুলাই ২০২২ ১৭:০৩
ঢাকা: আট দিন দেশে অবস্থানের পর মেডিকেল চেকআপের জন্য ফের থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এর আগে, গত ২৭ জুন ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন রওশন এরশাদ।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। তার সঙ্গে রয়েছেন রংপুর ৩ আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহী সাদ এরশাদ ও পুত্রবধূ মহিমা সাদ।
দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে তাকে বিদায় জানান জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মুক্তি, দলটির ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, এমএ সাত্তার, মঞ্জুরুল হক সাচ্চা, সিলেট জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিম, সিলেট মহানগর জাতীয় মহিলা পার্টির সভাপতি শিউল আক্তার ও হাফসা আক্তারসহ অন্যান্যরা।
উল্লেখ্য যে, গেল ২৭ জুন দেশে ফিরে হোটেল ওয়েস্টিনে অবস্থান করেন রওশন এরশাদ। এসময় তিনি জাতীয় সংসদে বাজেট অধিবেশনেও যোগ দিয়েছেন।
সারাবাংলা/এএইচএইচ/আইই