Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ২১:২৩ | আপডেট: ৪ জুলাই ২০২২ ২১:৩৭

কক্সবাজার সমুদ্র সৈকত [ফাইল ছবি]

কক্সবাজার: কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে তানভিরুল হক তানিম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় মাহিম নামের আরও একজনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ।

সোমবার (৪ জুলাই) বিকেল ৪টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট এ দুর্ঘটনা ঘটে। তানিম সদর উপজেলার বাস টার্মিনাল এলাকার নুরুল ইসলাম ভোট্টুর ছেলে। শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

বিজ্ঞাপন

কক্সবাজার টুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, সোমবার দুপুরে সদর উপজেলার টার্মিনাল এলাকা থেকে স্কুলপড়ুয়া বন্ধুরা মিলে সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সৈকতে ফুটবল খেলার পর বন্ধুরা মিলে সাগরে গোসল করতে নামে। এক পর্যায়ে টিউব উল্টে দুই বন্ধু সাগরে ভেসে যেতে থাকে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পরে চিৎকার করলে লাইফগার্ডকর্মীরা তাদের উদ্ধারে নামেন। এসময় মাহিম নামের একজনকে উদ্ধার করা গেলেও তানভিরুল তানিমকে পাওয়া যায়নি। সাগরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে ৪০ মিনিট পর পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায় তাকে।

পরে তানিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/টিআর

গোসলে নেমে মৃত্যু সাগরে নেমে মৃত্যু স্কুলছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর