Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান হলেন বিসিএস সভাপতি সুব্রত

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ২১:২৯

ঢাকা: বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

রোববার (৩ জুলাই) রাতে উইটসার সেক্রেটারি জেনারেল ড. জেমস (জিম) পইস্যান্ট এক ই-মেইলে সুব্রত সরকারকে উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। সোমবার (৪ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কম্পিউটার সমিতি।

বিজ্ঞাপন

বিশ্বের ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি সংগঠন নিয়ে গঠিত তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন উইটসা তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা খাতে বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করে।

উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান এবং বিসিএস সভাপতি সুব্রত সরকার এশিয়া/প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ, উন্নয়ন এবং সমৃদ্ধির সার্বিক অগ্রগতির জন্য কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, বিশ্ব তথ্যপ্রযুক্তি সংস্থা উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

উইটসা বিসিএস সভাপতি রিজিওনাল ভাইস চেয়ারম্যান সুব্রত