Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরুবোঝাই ট্রাকচাপায় ৪ বছর বয়সী শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ২০:২২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামে গরু বোঝাই ট্রাক চাপায় জান্নাতুল ফেরদৌস নামের (৪) শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুর ১টার দিকে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের দেউলির মোড়ে এ ‍দুর্ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস দর্শনা পৌর এলাকার জয়নগরের মিঠু হোসেনের মেয়ে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গরু বোঝায় ট্রাকটি পশুহাট ডুগডুগির দিকে যাচ্ছিল। দেউলি মোড়ে ওই ট্রাকটি জান্নাতুল ফেরদৌসকে চাপা দেয়। এ সময় নানীর হাত ধরে জান্নাতুল রাস্তা পার হচ্ছিল।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে চিকিৎসক ডা. রুকসানা পারভীন বলেন,‘ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছিল। হাসপাতালে আনার পর ওই শিশুটি মৃত বলে ঘোষণা করা হয়।’

দামুড়হুদা থানার ওসি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। ওই ট্রাকের চালক বেলালকে আটক করা হয়েছে।

সারাবাংলা/একে

ট্রাকচাপা শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর