প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: হাছিনা গাজী
৪ জুলাই ২০২২ ১৮:৪৯ | আপডেট: ৪ জুলাই ২০২২ ১৮:৫০
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশবাসীর জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
সোমবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর কাকরাইল এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর অডিটোরিয়ামে জিওবি-ইউনিসেফ ওয়াশ প্রকল্পের আওতায় তারাবো পৌরসভা ও হোমনা পৌরসভায় চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং লার্নিং শেয়ারিং কর্মশালায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
হাছিনা গাজী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাব। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের দেশের উন্নয়নের অগ্রগতি এগিয়ে যাচ্ছে।’
তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘পদ্মা সেতুর সুফল প্রজন্মের পর প্রজন্ম ভোগ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয় নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় তার নাম প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন বলিষ্ঠ নেতৃত্বে আজ স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পরিচিত হচ্ছে। এ অর্জনের কারণে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান, হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, ওয়াশ প্রকল্পের প্রকল্প পরিচালক এহতেসামুল হক রাসেল, তারাবো পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রকল্প স্পেশালিস্ট শফিকুল ইসলাম, প্রকল্প অফিসার ফিরোজ আলম, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভূঁইয়া, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মনির, জসিম উদ্দিন, লায়লা পারভীন ও জোসনা বেগমসহ অনেকে।
সারাবাংলা/একে