Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেরা ভ্যাকসিনের ১ম ডোজ পেলেন ২৩ লাখ ৬৫ হাজার জন

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ১৮:০৪ | আপডেট: ৪ জুলাই ২০২২ ১৮:০৭

ঢাকা: রাজধানী পাঁচটি এলাকার ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জনকে কলেরার মুখে খাওয়ার ভ্যাকসিন দেওয়া হয়েছে। ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত রাজধানীর দক্ষিণখান, মিরপুর, মোহাম্মদপুর, সবুজবাগ ও যাত্রাবাড়ী এলাকায় এসব ভ্যাকসিন খাওয়ানো হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এ তথ্য জানিয়েছে।

আইসিডিডিআর,বি জানিয়েছে, রাজধানীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে মিরপুর এলাকায়। ওই এলকাায় ৬ লাখ ৪০ হাজার ৩২ জনকে কলেরা ভ্যাকসিনের প্রথম ডোজ খাওয়ানো হয়েছে। ১৪ দিন পর কলেরার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ খাওয়ানোর কথা রয়েছে।

এ বছর রাজধানী ও আশপাশের এলাকায় অন্যান্য বছরের তুলনায় ডায়রিয়া ও কলেরার প্রকোপ বেশি দেখা দেয়। আইসিডিডিআর,বি হাসপাতালে আসা রোগীদের ৫০ শতাংশ এসেছিল এই পাঁচ এলাকা থেকে। এই এলাকাগুলোকে সাত দিনে ৩০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল।

এই বিশেষ টিকাদান কর্মসূচি মূলত সরকারের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি)। কর্মসূচিটি বাস্তবায়ন করেছে আইসিডিডিআর,বি। কর্মসূচিতে সহায়তা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সারাবাংলা/এসবি/টিআর

আইসিডিডিআরবি কলেরা ভ্যাকসিন প্রথম ডোজ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর