Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি সহিংসতার মামলায় পরিবেশমন্ত্রীর জামাতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ১৭:৫০

ঢাকা: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় নির্বাচনি সহিংসতার মামলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের জামাতা গোলাম রসুল রাহেল চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০২১ সালের ১৫ জানুয়ারি বিএনপি প্রার্থী ছাবির আহমেদের লোকজনের ওপর হামলায় দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন  রাহেল চৌধুরী।

সোমবার (৪ জুলাই) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রাহেল চৌধুরী। আদালতের ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকার জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠান।

বিজ্ঞাপন

হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আনিসুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের মৃত গোলাম রব্বানীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন রাহেল চৌধুরী। নির্বাচনের দুই দিন আগে ১৫ জানুয়ারি রাহেল চৌধুরী বিএনপি প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের ওপর হামলা করেন। একপর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করেন রাহেল চৌধুরী। দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর শফিক আহমেদ চৌধুরী সুস্থ হন।

এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২২ সালের ৩০ মার্চ চার্জশিট দেন আদালত। চার্জশিট গ্রহণ করার পর আদালত আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। দীর্ঘদিন গ্রেফতারি পরোয়ানা থাকার পর ৪ জুলাই আসামি রাহেল চৌধুরী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলকে হারিয়ে বিএনপিদলীয় প্রার্থী সাবির আহমেদ চৌধুরী জয়ী হন। তিনি পেয়েছিলেন ৫ হাজার ৭৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী রাহেল চৌধুরী পান ৫ হাজার ৪৮৫ ভোট।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

টপ নিউজ নির্বাচনি সহিংসতা পরিবেশমন্ত্রী রাহেল চৌধুরী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর