সিরাজগঞ্জে শিক্ষকের বাড়িতে ‘বোমা’, এলাকা ঘিরে রেখেছে পুলিশ
৪ জুলাই ২০২২ ১৭:৩০ | আপডেট: ৪ জুলাই ২০২২ ২১:৪৪
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের এনায়েতপুরে একটি বাড়িতে বোমা রাখা হয়েছে— এমন আতঙ্কে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। জেলার চৌহালী উপজেলা এনায়েতপুর থানার গোপরেখী দক্ষিণ পাড়ায় কলেজ শিক্ষক গফুর হোসেনের বাড়িতে বোমা রাখার ঘটনায় সবার মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাড়ির সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে এনেছে। এই বাড়ির আশপাশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ।
বাড়ির মালিক শাহজাদপুর ঘোরশাল সাহিত্যিক বরকত উল্লাহ কলেজের প্রভাষক গফুর হোসেন বলেন, রোববার রাতে একজন আমাকে ফোন করে বলে, তোর মিটসেফের নিচে অস্ত্র রয়েছে। এই বলে ফোনের লাইন কেটে দেয়। সেখানে গিয়েই দেখি কার্টনের মধ্যে তার ও টেপ মোড়ানো লম্বাটে বোমার মতো কিছু একটা। সকালে থানা পুলিশকে অবহিত করি। এরপর তারা বোমাটি উদ্ধারের চেষ্টা করছেন।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, আমরা বোমা সাদৃশ্য বস্তুটি নিষ্ক্রিয় করতে র্যাবকে অবহিত করেছি। তারা ঢাকা থেকে রওনা হয়েছে। বর্তমানে নিরাপত্তা বিবেচনায় এলাকাটি চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে।
সারাবাংলা/টিআর