Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরেলগঞ্জে মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা, ছেলে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ১৭:১৮

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর হাওলাদার (৪০) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে তার শত্রুপক্ষের লোকেরা।

সোমবার (৪ জুলাই) বেলা ২টার দিকে মোরেলগঞ্জ সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী গ্রামের (নিকারিপাড়া) রশিদ হাওলাদারের ছেলে। তার মৃতদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে।

নিহতের ভগ্নিপতি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২টার দিকে প্রাণিসম্পদ অফিসের সামনে বসে আকস্মিকভাবে অপর মোটরসাইকেল চালক ফরিদ শেখ (৩৫) জাহাঙ্গীর ও তার ছেলে কলেজছাত্র সাকিবকে (২০) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত দুই পিতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. শেখ নাদিরুজ্জামান আকাশ জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ফরিদকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

সারাবাংলা/একে

কুপিয়ে হত্যা প্রাণিসম্পদ মোরেলগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর