Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যক্ষ লাঞ্ছিত: এসআই মোরসালিন প্রত্যাহার, আরও একজন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ১৪:৫১ | আপডেট: ৪ জুলাই ২০২২ ১৭:৪৮

নড়াইল: নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেওয়ার ঘটনায় স্থানীয় পুলিশ ফাাঁড়ির ইনচার্জ এসআই মোরসালিনকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

তিনি বলেন, ‘মুরসালিন মামলার বাদী। তাকে যে কোনো সময়ে লাগতে পারে। এই কারণে তাকে নড়াইল শহরে আনা হয়েছে।’

সদর থানার তদন্ত কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ওসি মো. মাহামুদুর রহমান জানান, এসআই মো. মোরসালিনকে মির্জাপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেওয়ার ঘটনায় নূরন্নবী (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে যশোরের মনিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৭০ জন আসামির মধ্যে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হলো।

গ্রেফতারকৃত নূরন্নবী নড়াইল সদরের গোবরা এলাকার ফয়েজ চৌকিদারের ছেলে এবং ভাড়ায় মোটরসাইকেল চালান।

সারাবাংলা/একে

টপ নিউজ শিক্ষক লাঞ্ছিত শিক্ষকের গলায় জুতার মালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর