সোনারগাঁওয়ে কার্টন কারখানার আগুন ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে
৪ জুলাই ২০২২ ১২:৫৭ | আপডেট: ৪ জুলাই ২০২২ ১৫:১৯
ঢাকা: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের মেঘনা ফয়েল প্যাকেজিং লিমিটেডের কার্টন কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
সোমবার (৪ জুলাই) বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সোনারগাঁও, ডেমরা, গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ১১ ইউনিট ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপনায় আরও ৫ ইউনিটসহ মোট ১৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে কারখানায় আগুন লাগে। বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তিনি গুরুতর আহত নন। আহতের পরিচয় জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনও বলা যাচ্ছে না। তদন্তের পর জানা যাবে।
সারাবাংলা/একে