Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মপাশায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ১২:৪০ | আপডেট: ৪ জুলাই ২০২২ ১৩:৩৯

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর হাওরের মোঘরাইন বেড়িবাঁধ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রাজাপুর এলাকার মহাব্বত আলীর ছেলে মানিক মিয়া (৩২) ও জানিয়ারচর গ্রামের দিকচান মিয়ার ছেলে নিয়া শাহ (২৮)।

পুলিশ জানান, সকালে ৬ জেলে মোঘরাইন বেরিবাঁধ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই দুই জেলে মারা যান।

ধর্মপাশা থানার ওসি মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এএম

টপ নিউজ বজ্রপাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর