নেত্রকোনায় অটোরিকশা উল্টে বিক্রয়কর্মী নিহত
৩ জুলাই ২০২২ ২২:০৮ | আপডেট: ৩ জুলাই ২০২২ ২২:১২
নেত্রকোনা: জেলার দুর্গাপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শাহিন মিয়া (২৭)।
রোববার (৩ জুলাই) দুপুরে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহীন জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে অটোরিকশায় প্রতিষ্ঠানের মালামাল নিয়ে জারিয়া থেকে দুর্গাপুরের দিকে আসছিলেন শাহিন ও দেলোয়ার। পথে বিরিশিরি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তার গর্তে পড়ে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়েন শাহিন। গাড়িতে থাকা তার সহকর্মী দেলোয়ার ও অটোরিকশাচালক রাকিব স্থানীয়দের নিয়ে শাহিনকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার উপপরিদর্শক সৌরভ সাহা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।