Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-কমার্স প্রতিষ্ঠান ‘পদ্মা বাজার ডটকম’র যাত্রা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ২১:৫৪

ঢাকা: ই-কমার্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথে অবদান রাখার প্রত্যাশায় যাত্রা শুরু করেছে ই-কমার্স প্রতিষ্ঠান ‘পদ্মা বাজার ডটকম’। শনিবার (২ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে কোম্পানিটির যাত্রা শুরু হয়। রোববার (৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল্লি বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

ভিডিও বার্তায় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে নিত্য-নতুন নানা ব্যবসা তৈরি হচ্ছে। নানা ধরনের স্টার্টআপ, নতুন উদ্যোগ বাজারে আসছে। ই-কমার্স সেক্টরে বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়ে। বাংলাদেশের জনগণ ই-কমার্স থেকে কেনাকাটা করতে আগ্রহবোধ করছে, স্বাচ্ছন্দ্যবোধ করছে। যদিও এটা বলতেই হয়, দুয়েকটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, যেটা আমরা আশা করি না। সার্বিকভাবে ই-কমার্স প্রতিষ্ঠানে দিন দিন উন্নতি আরও বাড়বে। এ অবস্থায় নতুন ই-কমার্স প্রতিষ্ঠান পদ্মা বাজার ডটকম বাজারে প্রবেশ করেছে।’

মন্ত্রী বলেন, ‘আমি আশা করছি, তারা যে উদ্দেশ্যে এই ব্যবসায় এসেছে সেটা স্বার্থক ও সফল হবে। এতে তাদের পাশাপাশি ভোক্তারাও লাভবান হবে। আমি চাই, নতুন স্টার্টআপ হিসেবে পদ্মা বাজার গ্রাহকের আস্থা ও পণ্যের মান ঠিক রেখে ভালো করুক। অগ্রগতি অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখুক।’

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পদ্মা বাজার ডটকম’র চেয়ারম্যান প্রবাসী বাংলাদেশি রইসুল খান বলেন, ‘পদ্মা বাজার বাংলাদেশের মানুষের পণ্য চাহিদা মেটাতে নতুন দুয়ার উন্মোচন করবে। সেবার মান দিয়েই পদ্মা বাজার মানুষের হৃদয়ে স্থান করে নেবে। পদ্মা বাজার একযোগে সারা দেশে সেবা দেবে এবং ক্রমান্বয়ে মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে। আজ থেকে গ্রাহকরা তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন। মার্কেটপ্লেসকে দিন-দিন আরও সমৃদ্ধ করা হবে।’

বিজ্ঞাপন

সমাপনী বক্তব্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন বলেন, ‘পদ্মা বাজার লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত এবং সকল বৈধ নথিপত্র নিয়েই যাত্রা শুরু করছে। এছাড়া সমমনা ব্যবসায়ী তথা ই-কমার্স সেক্টরের অ্যাসোসিয়েশনসহ সব ক্ষেত্রে সমন্বয় করেই এগিয়ে যাবে পদ্মা বাজার।’

অনুষ্ঠানে পদ্মা বাজোরের একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন ও লোগো উন্মোচন করা হয়।

লিংক: https://paddabazar.com/

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ই-কমার্স পদ্মা বাজার ডটকম