গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
৩ জুলাই ২০২২ ২১:৩৩ | আপডেট: ৩ জুলাই ২০২২ ২১:৩৫
গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম রাশেদুল ইসলাম(২৮)।
রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুরের দিলালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাশেদুল ইসলাম ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
জানা গেছে, ঘটনার সময় রাশেদুল তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে বিদ্যুতের লাইনের তার লাগানোর কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কৃষি ও মৎস্য চাষের সঙ্গে জড়িত ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ বলেন, পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে বিদ্যুতের লাইনের তার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুলের মৃত্যু হয়।