Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনা সকল শত্রুকে পরাস্ত করেছেন: ড. সেলিম মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ২১:১১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শত্রুকে পরাস্ত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। রোববার (৩ জুলাই) চাঁদপুরের কচুয়ায় সাচার উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. সেলিম মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের সকল শত্রুকে পরাস্ত করেছেন। এই শত্রুরা গত এক যুগেরও বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারকে উৎখাত করে বাংলাদেশকে বিপদগ্রস্থ করতে ষড়যন্ত্র করে আসছিল। পুরো পৃথিবীকে অবাক করে দিয়ে পদ্মা সেতু নির্মাণ করে শেখ হাসিনা দেশের সকল শত্রুকে পরাস্ত করেছেন। এই শত্রুরা শেখ হাসিনাকে উৎখাত করতে সর্বশক্তি নিয়োগ করেছিল। বিদেশে লবিস্টের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছিল। দেশে অগ্নি সন্ত্রাসসহ এমন কোন নাশকতা-সন্ত্রাস নেই যা তারা করেনি। তাদের সকল শক্তিমত্তা, সকল ষড়যন্ত্র তিনি নস্যাৎ করেছেন।’

বিজ্ঞাপন

ড. সেলিম মাহমুদ আরও বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে শেখ হাসিনা সারা বিশ্বকে জানান দিয়েছেন, বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করে কোন শক্তি বাংলাদেশে টিকে থাকতে পারবে না। তিনি সকল শক্তি- অপশক্তিকে মোকাবিলা করতে সক্ষম। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বের কারণে বিএনপিসহ সব অপশক্তি আজ চরমভাবে কোণঠাসা, তারা আজ মৃতপ্রায়। দেশের মানুষ কেবল শেখ হাসিনার উপরই তাদের আস্থা রাখছেন।’

কচুয়ার সাচার ইউনিয়নের চেয়ারম্যান ও সাচার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ইউনিয়নভিত্তিক এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, পৌর যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হারাধন চক্রবর্তী, সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ সাহা, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার এবং শিক্ষক-অভিভাবকসহ আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ড. সেলিম মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর