ইদের ৭ দিন মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ
৩ জুলাই ২০২২ ২০:৩৫ | আপডেট: ৩ জুলাই ২০২২ ২০:৩৭
ঢাকা: পবিত্র ইদ উল আজহার আগের তিন দিন, ইদের দিন এবং ইদের পরের তিন দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সেইসঙ্গে ওই সময়ে মহাসড়কে রাইড শেয়ারিংয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রোববার (৩ জুলাই) ইদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।
অনুমোদিত এলাকার বাইরে মোটরসাইকেল রাইড-শেয়ারিং করা যাবে না এবং পবিত্র ইদুল আজহার আগের তিন দিন, ইদের দিন এবং ইদের পরের তিন দিন সারাদেশের মহাসড়কে যৌক্তিক কারণ ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না। পাশাপাশি এক জেলায় রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। তবে যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মোটরসাইকেল চালানো যাবে।
এছাড়া নিত্যপণ্য, কাঁচামাল, ওষুধ, জ্বালানি তেল, গার্মেন্টস সামগ্রী, রফতানি পণ্য, পচনশীল দ্রব্য, পশুবাহী ট্রাক ছাড়া ভারি পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান এবং লরি ইদের আগের তিন দিন, ইদের দিন এবং ইদের পরের তিন দিন সারাদেশের মহাসড়কে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কের উপরে পশুর হাট বসানো যাবে না।’ এ সময় তিনি ফিটনেসবিহীন গাড়িতে কোরবানির পশু পরিবহন না করার জন্য পরিবহন মালিক-শ্রমিকদের অনুরোধ জানান। সেইসঙ্গে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার বিষয়ে উদ্যোগ নিতেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করেন। পাশাপাশি পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার জন্য তিনি বিজিএমইএ এবং বিকেএমইএ’র নেতাদের প্রতিও আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় পশুবাহী অনেক যানবাহন এ পথে ঢাকায় আসবে। সেজন্য বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে যানবাহনের চাপ বাড়বে।’ এ চাপ মোকাবিলায় পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ের টোল প্লাজাসহ বঙ্গবন্ধু সেতু, মেঘনা এবং গোমতী সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়ানোর জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা।
সারাবাংলা/জেআর/পিটিএম