Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাধ বিচারে শিশুর বয়স ১৮’র নিচে রাখার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৯:০৯ | আপডেট: ৩ জুলাই ২০২২ ২৩:০১

কিশোর অপরাধী [প্রতীকী ছবি]

ঢাকা: আইনে থাকা শিশুদের বয়স ১৮ বছরের নিচে নামাতে চায় সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কমিটির যুক্তি, অনেক সময় গুরুতর অপরাধ করলেও বয়সের কারণে বিচারের আওতায় আনা যায় না। তাই বর্তমান বয়স কমিয়ে আনা প্রয়োজন।

রোববার (৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির প্রধান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, গুরুতর অপরাধ করলে যেন আইনি পদক্ষেপ নেওয়া যায়, এই চিন্তা থেকে শিশুদের বয়স কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর অপরাধ অনেক বেড়েছে। কিন্তু আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী ১৮ বছর পর্যন্ত সবাই শিশু। এ কারণে অনেক ক্ষেত্রে অপরাধ করলেও ব্যবস্থা নেওয়া যায় না।

তিনি বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে আইনটিতেতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। আমরা এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এ নিয়ে পরে আমরা আরও আলোচনা করব।

সারাবাংলা/জেআর/টিআর

অপরাধ বিচার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি টপ নিউজ শিশুর বয়স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর