লুহানস্কের শেষ শহরটিও রাশিয়ার দখলে
৩ জুলাই ২০২২ ১৯:০১ | আপডেট: ৩ জুলাই ২০২২ ২১:৩২
ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ শহর লিসিচানস্ক রাশিয়ার সেনাবাহিনী দখলে নিয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে ইউক্রেনের সেনাবাহিনী শহরটি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও শেষ পর্যন্ত তা দখলে নিল মস্কো। এর অর্থ হলো পুরো লুহানস্ক এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। খবর আলজাজিরা।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করে সের্গেই শোইগু বলেন, ইউক্রেন নিয়ন্ত্রিত দেশটির লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান শহরটি দখলে নিয়েছে মস্কোর বাহিনী।
তিনি আরও বলেন, ‘সফল সামরিক অভিযানের ফলস্বরূপ, লুহানস্ক পিপলস রিপাবলিকের পিপলস মিলিশিয়া ইউনিটের সঙ্গে মিলে রুশ বাহিনী দেশটির লিসিচানস্ক শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।’
কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অ্যালান ফিশার বলেন, ‘যদি রুশ বাহিনী লিসিচানস্কের দখল নিশ্চিত করে। তবে এর অর্থ হলো পুরো লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে রয়েছে।’
রুশ বাহিনী ইতোমধ্যে ডোনেস্কে যে জয়লাভ করেছে তাতে করে পুরো ডনবাস রাশিয়ার নিয়ন্ত্রণে থাকবে বলেও উল্লেখ করেন অ্যালান ফিশার। তিনি আরও বলেন, ‘এই জয় কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। কারণ সেখানেই রাশিয়া তার সামরিক মনোযোগ কেন্দ্রীভূত করেছিল, যখন যুদ্ধের প্রথম দিনগুলোতে কিয়েভে যেতে ব্যর্থ হয়ে দেশটির রাজধানী থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল মস্কো বাহিনী।’
সারাবাংলা/এনএস