এলপিজির দাম সিলিন্ডারে বাড়ল ১২ টাকা
৩ জুলাই ২০২২ ১৭:৫৫ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৯:১৭
ঢাকা: টানা দুই মাস কমানোর পর এবার সিলিন্ডার প্রতি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ টাকা বাড়িয়েছে সরকার। সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে ১২ কেজির সিলিন্ডারের নতুন এই দাম।
রোববার (৩ জুলাই) চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে নতুন এ দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নির্ধারিত দাম অনুযায়ী ১২ কেজির প্রতি সিলিন্ডারের দাম ১২ টাকা বাড়িয়ে ১২৫৪ টাকা করা হয়েছে।
বিইআরসি’র ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি পর্যায়ে মূসক ছাড়া মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৭৮ পয়সা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি এলপিজি’র দাম ১০৪ টাকা ৫২ পয়সা সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম পড়বে ১২৫৪ টাকা।
এর আগে, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে এলপিজির দাম কমানো হলেও ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল— টানা তিন মাস দাম বাড়ানো হয়। এরপর মে মাসে ও জুনে কিছুটা কমানোর পর এবার জুলাইয়ের শুরুতেই এক দফা বাড়ানো হলো এলপিজি’র দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে সরকারি পর্যায়ের সিলিন্ডার।
গত বছরের এপ্রিল থেকে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ শুরু করেছে বিইআরসি।
সারাবাংলা/জেআর/টিআর