Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোজ্যতেলে ভ্যাট সুবিধা বাড়ছে ৩ মাস

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৭:৫০ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৯:০৬

ঢাকা: ভোজ্যতেলে বিদ্যমান পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম ওয়েল আমদানি পর্যায়ে ভ্যাট সুবিধা আরও তিন মাস বাড়ানো হচ্ছে।

রোববার (৩ জুলাই) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ভোজ্যতেলে ভ্যাট সুবিধার বিষয় প্রজ্ঞাপন জারির বিষয়ে কাজ চলছে। আসতে যাওয়া নতুন সিদ্ধান্তে ভোজ্যতেলে বিদ্যমান ভ্যাট সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

এর আগে এই সুবিধা গত ৩০ জুন পর্যন্ত বহাল ছিল। বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানি পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে।

গত ১৬ মার্চ এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পামওলিন তেলের ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়।

এর আগে গত ১৪ মার্চ ভোজ্যতেলে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট মওকুফ করে প্রজ্ঞাপন জারি করেছিল এনবিআর।

ওই আদেশ অনুসারে পরিশোধিত সয়াবিন ও পাম অয়েলে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছিল।

সারাবাংলা/এসজে/একে

এনবিআর টপ নিউজ তেল ভোজ্যতেল ভ্যাট সুবিধা সয়াবিন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর