Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১০ হাজার কোটি টাকায় পদ্মা সেতু বানাতে চেয়েছিলেন খালেদা জিয়া’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৭:৩৩ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৯:০৬

সুনামগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাইকার প্রস্তাবে পদ্মা সেতুর বাজেট ছিল ১১ হাজার কোটি টাকা। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, ১০ হাজার কোটি টাকার মধ্যে পদ্মা সেতুর কাজটা সম্পন্ন করতে হবে।

রোববার (৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন বন্যাকবলিত প্রায় দুই হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষ পদ্মা সেতুর বিরুদ্ধে নয়। পদ্মাসেতু নির্মাণে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে দেশের মানুষ।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘বিএনপি যখন যমুনা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করে তখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সারা দেশে তিন দিনের হরতাল ডেকেছিলেন। কিন্তু পদ্মা সেতু নির্মাণের বিরুদ্ধে কোনো হরতাল, কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, পদ্মা সেতু বাস্তবায়ন করে সব দুর্নীতি ও অপর্কম ঢাকার চেষ্টা করছে সরকার।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে বিএনপি মাথা ঘামাচ্ছে না। কারণ, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশন যদি ফেরাশতাও হয় এবং নির্বাচনের কমিশনের পাঁচজন যদি বিএনপিপন্থীও হয়, তারপরও মানুষ নিজের ভোটটা দিতে পারবে কি না সেটা নিয়ে আমরা সন্দিহান।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায়, উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

১০ হাজার কোটি টাকা খালেদা জিয়া গয়েশ্বর চন্দ্র রায় টপ নিউজ পদ্মা সেতু

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর