Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষকের গলায় জুতার মালা: ৪ আসামি রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৭:৩২ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৮:২৫

নড়াইল: নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করাসহ সহিংসতার মামলায় চার আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মাহামুদুর রহমান আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। নড়াইল সদর আমলি আদালতের বিচারক আমাতুল মোর্শেদা শুনানি শেষে আসামিদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন রহমতউল্লাহ বিশ্বাস রনি, শাওন খান, স্থানীয় নূরাণী মাদরাসার শিক্ষক মনিরুল ইসলাম এবং অটো চালক রিমন আলী (২২)।

এর আগে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনায় ১৭০/১৮০ জন আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়— মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে নূপুর শর্মার ছবি ব্যবহার করে লেখেন, প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম। এ পোস্ট দেওয়ার পর গত ১৮ জুন সকালে কলেজে আসেন রাহুল। এরপর তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বললেও সে পোস্ট রাহুল মোছেননি।

শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। একপর্যায়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সব শিক্ষকের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

এক পর্যায়ে বিক্ষুব্ধরা কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন।

বিজ্ঞাপন

এদিকে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ এনে বিক্ষুব্ধ জনতা ঘটনার দিন ১৮ জুন বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতার মালা পরান। পুলিশের সামনে এ ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

সারাবাংলা/একে

জুতার মালা টপ নিউজ নড়াইল শিক্ষক

বিজ্ঞাপন

গ্যাস সংকট থাকতে পারে আরও ৪ দিন
৯ জানুয়ারি ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর