Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালীতে আকস্মিক টর্নেডোতে নিহত ১


৩ জুলাই ২০২২ ১৭:০৫

ছবি: সারাবাংলা

পটুয়াখালী: জেলায় সদর উপজেলাতে আকস্মিক টর্নেডোতে শাহিন হাওলাদার (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার মেয়ে সনিয়া আক্তার (১৭) আহত হয়েছেন। এ ঘটনায় ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে।

রোববার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন ওই এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে লাউকাঠী নদীতে গোসল করছিলেন শাহিন। এ সময় আকস্মিক ৪০ সেকেন্ডের টর্নেডোতে একটি বসতঘরের টিনের চালা উড়ে তার গলায় আঘাত করে। আর রান্নার সময় ঘর ভেঙে তার মেয়ে সনিয়ার গায়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবার এবং ক্ষতিগ্রস্থদের সাহায্যের চেষ্টা অব্যাহত রয়েছে।

টর্নেডোতে নিহত ১ টর্নেডোর আঘাত পটুয়াখালী

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর