Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার দেশটাকে নরকে পরিণত করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৬:৫৫ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৭:৪৭

মির্জা ফখরুল ইসলাম আলমগীর [ফাইল ছবি]

ঢাকা: সরকার দেশকে নরকে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর।

রোববার (৩ জুলাই) দুপুরে গণামধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব খান, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অহিদুল ইসলাম ও লৌহজং থানার কলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুহিন খন্দকারসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের যে সংস্কৃতি জোরদার করেছে, তাতে নিশ্চিত করে বলা যায়— আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়।’

দেশকে বিএনপিশূন্য করতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘জনকল্যাণ নয়, বরং দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি গড়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়েরের মাধ্যমে দেশটাকে নরকে পরিণত করেছে তারা। এ ধরনের অপকর্মের উদ্দেশ্যই হচ্ছে— সরকারের ভয়াবহ দুঃশাসন, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়।’

দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এ দেশের মানুষের মুক্তি আসবে না, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে না।’

সারাবাংলা/এজেড/টিআর

মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর