Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে: কমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৬:৪৪ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৭:৫৭

জামালপুর: দুর্নীতি নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।

তিনি বলেন, ‘দুর্নীতি বিষয়ে সঠিক তথ্য নির্ভর সংবাদ পরিবেশন করতে হবে যেন কেউ অহেতুক হয়রানির শিকার না হন।’

রোববার (৩ জুলাই) দুপুরে জামালপুর শহরের আমলাপাড়ায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন দুদক কমিশনার মো. জহুরুল হক।

তিনি আরও বলেন, ‘দুদকের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, দুদকের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমসহ জেলা পর্যায়ে বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

সারাবাংলা/একে

টপ নিউজ দুদক দুর্নীতি দমন কমিশনার সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর