Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুকুল বোসের মরদেহ আসছে বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৫:৪৭ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৬:০৬

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মরদেহ ভারত থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বিকেলে।

রোববার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মরদেহটি গ্রহণ করবেন।

আওয়ামী লীগের দফতর সেল থেকে জানানো হয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুকুল বোসের মরদেহে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এর আগে, ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেতা মুকুল বোস। তার বয়স হয়েছিল ৬৮ বছর। স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন তিনি।

মুকুল বোসের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী নেতারা গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।

সারাবাংলা/এনআর/টিআর

বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মুকুল বোস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর