Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পদ্মা সেতুতে পায়ে হাঁটার কোনো সুযোগ নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৫:২৭ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৬:৫৮

ঢাকা: পদ্মা সেতুতে পায়ে হাঁটার কোনো সুযোগ নেই। এ বিষয়টি আরও কঠোরভাবে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

রোববার (৩ জুলাই) মন্ত্রিপরিষদ সভা কক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে গণবভন থেকে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

তিনি বলেন, পদ্মা ব্রিজে মানুষের হাঁটার কোনো স্কোপ নেই। সেতুতে কোনো ফুটপাত রাখা হয়নি। এখানে চলাফেরার কোনো সিস্টেমও নেই। নিচের রেল ব্রিজে একটা ট্র্যাক রাখা হয়েছে। উপরে একটা সার্ভিস লেন আছে। যখন মেইটেন্যান্সের কাজ করবে, যারা করবেন, তারা এসে তাদের গাড়িটা সাইডে রেখে ওই সার্ভিস লেনে চলাফেরা করতে পারবে।

তিনি আরও বলেন, গত পরশুদিন রাতেও আমাকে ফোন করেছে। তিন-চারজনকে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) ধরে নিয়ে গেছেন। গাড়ির ফাইন দিতে পারেনি। এগুলো কিন্তু আরও কঠোরভাবে দেখা হবে।

সারাবাংলা/এএইচএইচ/এএম

টপ নিউজ পদ্মা সেতু

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর