Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ‘গ’ ইউনিটে প্রথম সারওয়ার হোসেন

ঢাবি করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৩:০২ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৪:৫৪

ঢাকা: এবারের ভর্তি পরীক্ষায় ৯৬ দশমিক ৭৫ নম্বর পেয়ে ‘গ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন সারওয়ার হোসেন খান। তিনি ঢাকার নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল মিলিয়ে তার সর্বমোট নম্বর ১১৬ দশমিক ৭৫।

এ ছাড়া, ৯০ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনিমা পারভেজ ইলমা। তিনি খুলনার দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল মিলিয়ে তার সর্বমোট নম্বর ১১০।

বিজ্ঞাপন

অন্যদিকে ৮৭ দশমিক ৭৫ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন মো. আব্দুল্লাহ খান । তিনি ঢাকার সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষার্থী ছিলেন । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল মিলিয়ে তার সর্বমোট নম্বর ১০৭ দশমিক ৭৫।

ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অনেকে।

সারাবাংলা/আরআইআর/একে

গ ইউনিট টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর