Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক লাঞ্ছনা: নড়াইলের ওসি ক্লোজড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১২:০২ | আপডেট: ৩ জুলাই ২০২২ ১৪:৩১

ঢাকা: নড়াইলে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবিরকে খুলনা আরআলএফ’এ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) ক্লোজড করা হয়েছে।

শনিবার (২ জুলাই) রাত ১০টার পরে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে একটি পত্রে এই নির্দেশনা আসে।

রোববার (৩ জুলাই) সকালে তিনি খুলনায় যোগদান করবেন। বর্তমানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান।

গত ১৮ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে কয়েক’শ পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানো হয়। ঘটনার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির সেখানে উপস্থিত ছিলেন।

পুলিশের পাহারায় ওই শিক্ষককে জুতার মালা পরানোর অভিযোগ ওঠে।

সারাবাংলা/একে

ওসি ক্লোজড টপ নিউজ নড়াইল শিক্ষক লাঞ্ছনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর