Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রেইলর চালকের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২২ ১৭:৩৪

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নালা থেকে এক গাড়ি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করে লাশ নালায় ফেলে দেওয়া হয়েছে।

শনিবার (২ জুলাই) সকাল ১১টার দিকে নগরীর বন্দর আবাসিক এলাকার প্রবেশমুখে মহেশখাল সংলগ্ন নালা থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত মো. জাকির (৩৪) নগরীর সল্টগোলা এলাকার বাসিন্দা। তিনি পেশায় বন্দরে পণ্য পরিবহনকারী ভারী যান আট চাকার ট্রেইলরের চালক বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘জাকিরের শরীরে হালকা কয়েকটি আঘাতের দাগ আছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি আমরা নিশ্চিত নই। তবে যেহেতু লাশ ময়লা-আবর্জনায় ভরা নালার ভেতরে পাওয়া গেছে, আমাদের ধারণা তাকে রাতে হত্যা করে লাশ সেখানে ফেলে যাওয়া হয়েছে। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে তিনি কিভাবে মারা গেছেন।’

মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি জাহিদুল কবীর।

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম চালকের লাশ উদ্ধার

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর