Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি খেই হারিয়ে ফেলেছে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২২ ১৭:১৩ | আপডেট: ২ জুলাই ২০২২ ১৮:০৬

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: পদ্মা সেতু উদ্বোধনের পর বিএনপি খেই হারিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

শনিবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারাদেশের মানুষ যখন উল্লসিত, তখন বিএনপি খেই হারিয়ে ফেলেছে কী বলবে? পদ্মা সেতু নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের যখন মানুষ ধিক্কার দিচ্ছে, তখন বিএনপি নেতারা খেই হারিয়ে নানা ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।’

পদ্মা সেতু নিয়ে সংসদে মমতাজ বেগমের গান নিয়ে বিএনপি নেতা রুহুল কবীর রিজভী আহমেদের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘সংসদে এমপি মমতাজ বেগম যখন বক্তব্য শেষ করতে যাচ্ছিলেন, তখন বিএনপির সংসদীয় দলের নেতা হারুনুর রশীদ আরেকটি গান গাওয়ার অনুরোধ করেছিলেন। তার অনুরোধে মমতাজ বেগম আরেকটি গান গেয়েছিলেন। সেটি মনে হয় রিজভী সাহেব জানেন না। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর রিজভী সাহেব কয়েকদিন নিখোঁজ ছিলেন। হঠাৎ বের হয়ে তিনি এখন নানা কথা বলছেন।’

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের একটি রায় আছে। পদ্মা সেতুর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, তাদের খুঁজে বের করার জন্য কমিশন গঠন করতে বলা হয়েছে। হাইকোর্টের রায়টি পরীক্ষা-নিরীক্ষা করে কী করা যায় সরকার বিবেচনা করবে।’

সারাবাংলা/আরডি/একেএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর