Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁওয়ে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২২ ১৬:৪২ | আপডেট: ২ জুলাই ২০২২ ১৭:৫৭

নারায়ণগঞ্জ: সোনারগাঁওয়ে জুনু আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শ‌নিবার (২ জুলাই) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জুনু মুছারচর গ্রামের আলী হোসেনের মেয়ে। ঘটনার পরই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।

নিহতের পরিবারের অভিযোগ, ৪ বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী টাকার জন্য তাকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতন করতো। এ ঘটনায় কয়েকবার পারিবারিকভাবে মীমাংসা হয়। এরপরও চাহিদা মতো টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে হত্যার পর স্বামী ও শ্বশুর লোকজন পালিয়ে যায়।

তালতলা ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক জাকির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

পিটিয়ে হত্যা সোনারগাঁও হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর