খোয়াই নদীর পাড়ে শ্রমিকের মাথাবিহীন লাশ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২২ ১২:৩৪ | আপডেট: ২ জুলাই ২০২২ ১৭:০৭
২ জুলাই ২০২২ ১২:৩৪ | আপডেট: ২ জুলাই ২০২২ ১৭:০৭
হবিগঞ্জ: হবিগঞ্জের খোয়াই নদীর পাড়ে কদর আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কদর আলী পৌর এলাকার জঙ্গলবহুলা গ্রামের মঙল মিয়ার ছেলে। তিনি টাক্টরে শ্রমিকের কাজ করতেন।
শনিবার (২ জুলাই) সকালে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা।
পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয়রা খোয়াই নদীর মাছুলিয়া এলাকায় কদর আলীর মাথাবিহীন লাশ নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
পুলিশের ধারণা, তাকে হত্যা করে মাথা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সারাবাংলা/এএম